পুকুরে ডুবন্ত ছিল চাচাতো ভাই-বোন

১৪ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবন্ত চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। তারা পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করছেন স্বজনসহ স্থানীয়রা।

মারা যাওয়া দু’জন হলো- ওই গ্রামের রফিজল হোসেনের মেয়ে লিয়া (৬) ও তার চাচা মন্তাজের ছেলে আদর (১০)। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালের খাবার খেয়ে লিয়া ও আদর তাদের ঘরের পাশে একটি পুকুরে সাঁতার শিখতে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে এক পর্যায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে পুকুরটিতে নেমে খুঁজতে থাকেন। একপর্যায় পুকুরের পানিতে ডুবন্ত তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে মনপুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর