চাপে থাকেন নতুন উদ্যোক্তারা

১৫ এপ্রিল ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে তরুনদের চাকরির পেছনে না ছুটে চাকরি দেওয়ার ব্যবস্থা (উদ্যোক্তা হওয়ার) করার কথা বলেছেন, সেখানে চাকরির বিকল্প হিসেবে উদ্যোক্তা হতে গেলে চাঁদা ও ঘুষের চাপে থাকেন নতুন উদ্যোক্তারা, মুখ থুবড়ে পড়তে হয় তাদের। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের এক সভায় এমন অভিযোগ করেন নতুন উদ্যোক্তারা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এ সভা হয়। সভায় নিজেদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন নতুন উদ্যোক্তারা।

নতুন উদ্যোক্তারা জানান, কাগজ দেখার নামে ‘ভুয়া’ সাংবাদিক কিংবা প্রশাসনের লোক তাদের হেনস্থার করেন। ভুলত্রুটি খুঁজে চাঁদা দাবি করা হয়। প্রশাসনের লোক প্রতিষ্ঠানের লাইট পর্যন্ত খুলে নিয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান।

তারা জানান, চাইলেও যথা সময়ে লাইসেন্সের কাগজপত্র পাওয়া যায় না। সেখানে নানারকম ঘুষের বিষয় এসে যায়। এ ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা বাধার সম্মুখিন যাতে হতে না হয়, সুষ্ঠুভাবে যেন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন- সে দাবি জানান তারা। একই সঙ্গে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাওয়ারও দাবি জানান তারা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসান লিটন।

এমকে


মন্তব্য
জেলার খবর