যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারি মাসের ৬ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে মার্চে ৭ শতাংশ হয়েছে। ১৯৯২ সালের মার্চের পর দেশটিতে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতির হার। খবর সিএনএনের।
দেশটির বেশিরভাগ অর্থনীতিবীদদের মতে, মুদ্রস্ফিতির এমন হার অপ্রত্যাশিত ও নজিরবিহীন। গাড়ির জ্বালানি, খাদ্য, আসবাবপত্রসহ আরও অসংখ্য পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাবে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে তারা জানান।
যুক্তরাজ্যের বাজেট পূর্বাভাষ সংস্থাগুলোর মতে, ১৯৫০ সালের পর এবারই প্রথম যুক্তরাজ্যের বাসিন্দারা দৈনন্দিন জীবন যাপনের খরচ মেটাতে এতটা সমস্যার সম্মুখীন হয়েছেন। মূল্যস্ফীতির উচ্চ হার সরকারের জন্য অশনি সঙ্কেত বলেও মনে করেন তারা।
গত বছর থেকে ব্রিটেনে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। মূলত জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং মহামারীর সময় সাপ্লাই চেইন সংক্রান্ত জটিলতার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।
এদিকে ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর ফলে জ্বালানির খরচ আরো অনেক বেড়ে যায়। গত মাসে ব্রিটেনের বাজেটের দায়িত্বে থাকা সরকারি দপ্তর জানায়, ২০২২ এর শেষ প্রান্তিকে মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে, যা হবে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।
আরআই