হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) বেশ কিছু শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনে কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল, ২০২২।
পদের নাম: সিনিয়র রিসার্চ অফিসার/ সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার
বিভাগ: বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্র/ ফলিত রসায়ন/ পদার্থ বিদ্যায় সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গৃহনির্মাণ সামগ্রী–বিষয়ক গবেষণা কাজে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়স: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–ষষ্ঠ)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চাকরি সংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
আরআই