১২ দিনের মাথায় অর্ধশতাধিক রোগী শনাক্ত

১৬ এপ্রিল ২০২২

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে  ৫১ জনের। ৪ এপ্রিলের পর শনাক্ত পূনরায় ৫০ এর ঘর টপকালো। তবে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি এ ২৪ ঘণ্টায়। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। শনিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ হয়েছে। আগের নমুনাসহ পরীক্ষা হয়েছে ৩ হাজার ৯৯৪টি।  শনাক্তের হার ১ দশমিক ২৮।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন, ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫২টি। শনাক্তের হার ১৪ দশমিক ০২।

এমকে


মন্তব্য
জেলার খবর