এ বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অব্যাহতভাবে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ধংসস্তুপে পরিণত হয়েছে দেশটি। বারবার শান্তি আলোচনা হলেও কোনো লাভ হয়নি।
সম্প্রতি সমুদ্র থেকে ছোড়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি কারখানায় আঘাত করেছে। সেখানে উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ও রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামত করা হতো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, ‘এ হামলার ফলে কারখানাটির দীর্ঘ ও মধ্যম পাল্লার উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং একই সাথে রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামতের সক্ষমতা ধ্বংস হয়েছে।’
কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়ে রাশিয়া আরো জানিয়েছে, ইউক্রেন ‘জঙ্গি হামলা’ ও ‘নাশকতামূলক কার্যক্রম’ বন্ধ না করলে, প্রতিশোধ নিতে এ ধরনের হামলার তীব্রতা আগামীতে আরও বাড়ানো হবে।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সীমানার ওপারে হেলিকপ্টার পাঠিয়ে একাধিক রুশ শহরে হামলা চালানোর অভিযোগ আনে রাশিয়া। খবর বিবিসির।
সম্প্রতি কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী প্রধান যুদ্ধজাহাজ 'মস্কভা' ডুবে গেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের বাহিনীর রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধজাহাজটিতে হামলা চালায়।
আরআই