নচিকেতার সুরে গাইলেন সামিনা

১৬ এপ্রিল ২০২২

বাংলাদেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে গান করলেন তিনি। গানটির শিরোনাম ‘একটুখানি কষ্ট দিতেও’। প্রথমবারের মতো নচিকেতার সুরে গান করলেন সামিনা।

 

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। নচিকেতার সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম। সম্প্রতি জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

 

সামিনা চৌধুরী বলেন, এ গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। তাও পাঁচ বছরতো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। সে চেয়েছে আমাদের দুইজনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, উনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

 

নচিকেতা চক্রবর্তী বলেন, ‌‌সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। উনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’

 

জুলফিকার রাসেল বলেন, নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করবো। কারণ দুইজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিলো।

 

আরআই


মন্তব্য
জেলার খবর