মন্তব্য
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামরিক অভিযানের দুই সপ্তায় প্রায় ৫ হাজার রুশ সেনা মারা গেছে বলে ধারণা করছেন মার্কিন কর্মকরর্তারা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তারা এ কথা জানিয়েছেন।
সাধারণ হিসেবে মৃত্যুর সংখ্যার তিনগুণ সংখ্যক মানুষ আহত হয়ে থাকে – এমন একটি ধারণা থেকে বলা হচ্ছে যে অন্তত ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।
ইউক্রেন দাবি করেছে যে যুদ্ধে ১২ হাজার রুশ সৈন্য মারা গেছেন। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল যে ইউক্রেনে তাদের পাঁচশোরও কম সৈন্য মারা গেছে।