ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ শান্তি আলোচনা হলেও কোনো লাভ হয়নি। উত্তেজনা ক্রমশ বেড়েছে। এমন পরিস্থিতিতে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পৌছাবে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে খবর সিএনএনের।
প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, ৮০০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র সহায়তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পৌঁছাবে। সীমান্তে ইউক্রেনের বাহিনী এ অস্ত্র গ্রহণ করে দেশে নিয়ে যাবে।
তবে এ চালানে কী ধরনের অস্ত্র রয়েছে সেটা প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা পূর্বে বলেছিলেন, হাউইটজার (ক্ষুদ্রকামান বিশেষ), গোলাবারুদ ও রাডার ব্যবস্থা পাঠানো হবে।
এদিকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে অস্ত্র পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। চলমান অস্ত্রের চালান পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কূটনৈতিক নোট পাঠিয়ে রাশিয়া ‘অননুমেয় পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে।
আরআই