কিয়েভে ৯০০ বেসামরিকের লাশ উদ্ধার

১৬ এপ্রিল ২০২২

ইউক্রেনে সম্প্রতি ৯০০ বেসামরিক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো দেশটির রাজধানী কিয়েভ অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ বিভাগের প্রধান আন্দ্রেই নিয়েবিতভ। তিনি বলেন, ইতোমধ্যে লাশগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। নিহতদের বেশিরভাগই গ্রামের সাদাসিধে লোকজন। তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।

 

তিনি আরো বলেন, বুচা শহর থেকে সাড়ে তিনশ’র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে রুশ সেনাদের নৃশংসতার প্রমাণ পাওয়া গেছে। এটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তবে মস্কো বরাবরের মতো এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

 

এমন পরিস্থিতির মধ্যে রাশিয়ার ফ্ল্যাগশিপ জাহাজ ডুবির ঘটনায় দেশটি ইউক্রেনের ওপর আক্রমণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

 

সূত্র: বিবিসি

 

আরআই


মন্তব্য
জেলার খবর