বুকিং সহকারী পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়াগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত এ পদ গুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৭ এপ্রিল থেকে। মোট ১৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর জন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
বয়সসীমা
প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
আবেদন ফি
পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি–পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করা যাবে ১৭ মে ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
আরআই