সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন (রাজস্ব) বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫১১ পদে লোকবল নিয়োগ করা হবে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা।
যে যে পদে আবেদন করা যাবে:
পরিদর্শক পদে ৩৪ জন, মহিলা পরিদর্শক ১ জন, প্রশিক্ষক পদে ১৬ জন, ফিল্ড ইনভেস্টিগেটর পদে ১৯ জন, কম্পিউটর পদে ২ জন, সহকারী পরিদর্শক পদে ১০৫ জন, মহিলা সহকারী পরিদর্শক পদে ২ জন, সহকারী প্রশিক্ষক পদে ১১ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ জন, ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার পদে ৬ জন, তাঁত সুপারভাইজার পদে ৫ জন, ক্যাশিয়ার পদে ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১০৮ জন, ডেটা এন্ট্রি অপারেটর পদে ১ জন, সহকারী ফিল্ম অপারেটর পদে ২ জন, নৈশপ্রহরী পদে ৪ জন, অফিস সহায়ক পদে ১৮৯ জন।
খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার প্রার্থীরা পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১ মার্চ ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া [email protected] বা [email protected] ঠিকানা ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি ও যোগাযোগের নম্বর দিতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
পরীক্ষার ফি
পরীক্ষার ফি বাবদ ১-১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ১৫-১৭ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।
আরআই