বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

১৭ এপ্রিল ২০২২

দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে শনিবার (১৬ এপ্রিল) রাতে। আর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় এদিন দেশের কোথাও লোডশেডিং ছিল না। পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্য বলছে, শনিবার রাত ৯টায় ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সারা দেশে চাহিদাও ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। এ মুহূর্তে ২২ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার সক্ষমতা রয়েছে পিডিবির। এর আগে গত ১২ এপ্রিল রাত ৯টায় সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। প্রসঙ্গত, বর্তমান সরকার দেশকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে এসেছে। এ বিষয়ে সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমকে


মন্তব্য
জেলার খবর