প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত সাড়ে তের বছরে তাঁর সরকার দেশের উন্নয়নের সব সূচকে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। তাঁর সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। মহামারি করোনাও সফলভাবে মোকাবিলা করেছে। ঐতিহাসিক মুজিবনগর দিবসের (১৭ এপ্রিল) ৫১ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৬ এপ্রিল) দেওয়া বাণীতে বিষয়টি জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ এর নিচে নামিয়ে এনেছে। দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দিচ্ছে। জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে। বর্তমান সরকার বাংলাদেশকে ইতোমধ্যেই উন্নয়নশীল দেশে উন্নীত করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, তাঁর সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে। ইতোমধ্যে এর বাস্তবায়নও শুরু হয়েছে- যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে মুজিবনগর সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করার এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করতে সবার প্রতি আহবান জানান।
এমকে