পাক পার্লামেন্টের স্পিকার হিসেবে শপথ নিলেন পারভেজ আশরাফ

১৭ এপ্রিল ২০২২

কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই রাজা পারভেজ আশরাফ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। শুক্রবার পর্যন্ত সুযোগ থাকলেও তার বিরুদ্ধে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। তিনি পাক পার্লামেন্টের ২২তম স্পিকার। ২০১২ সালের ২২ জুন থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আশরাফ। খবর ডনের।

 

শনিবার শপথ গ্রহণ করেছেন পারভেজ আশরাফ। স্পিকারের আসনে বসে একটি ক্ষুদ্র ভাষণ দেন তিনি। এই পদের জন্য তাকে যোগ্য বিবেচনা করায় তিনি আইনপ্রনেতাদের ধন্যবাদ দেন।

 

নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পারভেজ আশরাফের উদ্দেশ্যে তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে, আপনি দায়িত্ব পালনের মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করবেন।

 

পিএমএল-এন নেতা খাজা আসিফ ও পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোও নতুন এ স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর