মন্তব্য
ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে দেশটি ধংসস্তুপে পরিণত হয়েছে। জীবন বাঁচাতে প্রতিবেশী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে দেশটির বাসিন্দারা। রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত ১ হাজার ৯৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতসংঘ। তবে এ সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে তারা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিলের মধ্যে নিহত ১,৯৮২ জন বেসামরিক নাগরিকের মধ্যে রয়েছে ১৬২ জন শিশু। এছাড়া আরও ২,৬৫১ বেসামরিক লোক আহত হয়েছে- যাদের মধ্যে ২৫৬ জন শিশু রয়েছে।
ওএইচসিএইচআর বলেছে, বেশিরভাগ নিহত ও আহত হয়েছে গোলাবর্ষণ ও বিমান হামলার কারণে।
বিবিসি/আরআই