শনাক্ত ৫১, মৃত্যু নেই

১৭ এপ্রিল ২০২২

গত ২৪ ঘণ্টায় (১৬ এপ্রিল সকাল ৮টা থেকে ১৭ এপ্রিল সকাল ৮টা) দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। এ সময়ে  করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩২৬ জন। রোববার (১৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল এক দশমিক শূন্য চার। নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৮৯২টি। পরীক্ষা হয়েছে চার হাজার ৮৯৬টি। তাদের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন। শনাক্তের  হার ১৪ দশমিক শূন্য দুই। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৮টি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর