শনাক্ত ও মৃত্যু বেড়েছে

১০ মার্চ ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘন্টার তুলনায় বেড়েছে। শনাক্ত হয়েছে ৩২৭ জন আর মারা গেছেন তিন জন। আগের ২৪ ঘণ্টায় ৩২৩ জন শনাক্ত ও একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতরের দু’দিনের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৯১। মোট আক্রান্তের মধ্যে দুই হাজার ৪৭৯ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনের। এর মধ্যে  মারা গেছেন ২৯ হাজার ১০০ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ হাজার ৩৮৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩৩।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৯৩টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১০৩টি। মারা যাওয়া তিন জনই পুরুষ। বিভাগের মধ্যে ঢাকার দুই জন আর খুলনার একজন। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর