২০ এপ্রিল থেকে চলবে বিশেষ লঞ্চ

১৭ এপ্রিল ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশের বিভিন্ন নৌপথে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। একই দিন থেকে লঞ্চের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হবে। রোববার (১৭ এপ্রিল) ঢাকায় বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে লঞ্চের টিকিট সংগ্রহে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়।

বিআইডব্লিউটিএ’র পিআরও মোবারক হোসেন মজুমদার জানান, ঈদের পাঁচ দিন আগে ও পরে টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এ সময়ে নদীতে কোনো বাল্কহেডও চলতে পারবে না।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নদীপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের জানমালের নিরাপত্তায় যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এ সভা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর