রেশনিং চালুর দাবি

১৭ এপ্রিল ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

ঘুষ, দূর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ আর রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাটমোহর উপজেলার শাখার নেতাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৭ এপ্রিল) সকালে শহরের থানা মোড় আমতলায় এ মানবন্ধন হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সন্তোষ রায় চৌধুরী। মানবন্ধন চলাকালে বক্তরা বলেন, দেশের মানুষ এখন ভালো নেই। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের যাতাকলে নিষ্পেষিত। নিত্যপণ্যের দাম কমানোসহ কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তব্য দেন, দলটির পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ, সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, কমরেড এস এম মিজানুর রহমান প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর