পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৭ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের শশীভূষণে পুকুরের পানিতে ডুবে শাকিব (৭) ও রিয়াজ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) দুপুরের দিকে জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ওই ওয়ার্ডের আজিদ মাঝির ছেলে শাকিল ও একই বাড়ির ছালাউদ্দিনের ছেলে রিয়াজ। সম্পর্কে চাচা-ভাতিজা তারা।

পুলিশ ও জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানায়, শাকিল ও রিয়াজ দুপুরে দিকে উঠানে খেলা করছিল। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। আশপাশে সন্ধান না পেয়ে বাড়ির দক্ষিণে পুকুরে নেমে তাদের সন্ধান করেন স্বজনেরা। সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর