যুক্তরাষ্ট্রের শপিং মলে বন্দুক হামলা, আহত অন্তত ১৪

১৮ এপ্রিল ২০২২

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ হামলায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
 

কলম্বিয়া পুলিশ প্রধান ডব্লিউ এইচ বলেন, হামলাকারীরা শপিং মলে গুলি চালায়। আহতদের বয়স ১৫ থেকে ৭৩ বছর। গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
 

আরেক পুলিশ কর্মকর্তা উইলিয়াম হলব্রুক বলেছেন, কলম্বিয়ানা সেন্টার মলে গুলির ঘটনাটি গতানুগতিক কোনো ঘটনার মতো নয়। আগে থেকেই একে অপরকে চেনেন এমন একদল সশস্ত্র ব্যক্তির মধ্যে ‘এক ধরনের সংঘর্ষ’ হয়েছে।
 

তদন্তকারীরা প্রাথমিকভাবে বলছেন, তিনজন সন্দেহভাজন ওই শপিং মলের ভেতরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন। তবে কতজন সন্দেহভাজন গুলি ছুড়েছে, তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত একটি অস্ত্র উদ্ধাররের কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী।


 

আরআই


মন্তব্য
জেলার খবর