মৃত্যু ২, শনাক্ত ৩৬

১৮ এপ্রিল ২০২২

সোমবার (১৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে  করোনা আক্রান্ত  দুইজন মারা গেছেন। এ সময়ে নমুনা পরীক্ষায় রোগটি  শনাক্ত হয়েছে ৩৬ জনের,  পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৫৫ জন। সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৮৫৫টি। শনাক্তের হার ১৪ দশমিক শূন্য এক।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৪৫৪টি, পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৪০৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ছিল শূন্য দশমিক ৬৭। মারা যাওয়া দুইজনই নারী। একজন ঢাকার, আরেকজন সিলেট বিভাগের বাসিন্দা। চিকিৎসাধীন দুইজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

এমকে


মন্তব্য
জেলার খবর