জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে: ওবায়দুল কাদের

১৮ এপ্রিল ২০২২

শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি আবারো সন্ত্রাস ও ধ্বংসাত্মক পথ বেছে নিলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। সোমবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রদত্ত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন। সম্প্রতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, শিগগির বিরোধী দল দেখতে পাবেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হচ্ছে জাতীয় সংসদ। সে জন্য যে কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইলে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক। কিন্তু বর্তমানে জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তারা- জাতির সামনে তা প্রমাণিত। আগামী নির্বাচন ব্যতীত জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হয়ে ওঠা কোনোভাবেই  বিএনপির পক্ষে সম্ভব নয়- যোগ করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, মির্জা ফখরুল যে শক্তিশালী বিরোধী দল শিগগিরই দেখার কথা বলেছেন- এ দুরভিসন্ধিমূলক ঘোষণার নেপথ্যে দেশবিরোধী গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। যদিও বিএনপির হাঁকডাক হুমকি-ধমকিতে জনগণের কোনো আগ্রহ নেই।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর