ভোলা প্রতিনিধি:
ভোলায় সোমবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে (আংশিক) স্বাগত জানাতে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কমিটি ঘোষিত সব কর্মসূচি জেলা ছাত্রদল সফলভাবে পালন করবে। এ সময় উপস্তিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদার, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ রাসেল, সদস্য সচিব সাজ্জাত হোসেন মুন্না, পৌরসভার আহবায়ক জাকারিয়া মঞ্জু প্রমুখ।
কামরুজ্জামান শাহীন/এমকে