মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে। এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনায় সংশ্লিষ্ট পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
প্রসঙ্গত, এ ৬১ জেলায় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবার জেলা পরিষদ নির্বাচন হয়। পরের বছর ১১ জানুয়ারি নির্বাচিতরা শপথ নেন। ফলে পরিষদের ৫ বছরের মেয়াদ গত জানুয়ারিতেই শেষ হয়। আগের আইন অনুযায়ী মেয়াদ পার হলেও পরিষদের কাজ চালিয়ে নেওয়ার সুযোগ ছিল ওই পরিষদের। কিন্তু সদ্য শেষ হওয়া জাতীয় সংসদের অধিবেশনে আইনটির সংশোধনী পাস হয়। সংশোধনী আইনে মেয়াদ শেষে পরিষদ বিলুপ্ত করা এবং পরিষদের প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে গত ১৩ এপ্রিল আইনটি গেজেট আকারে প্রকাশ হয়।
এমকে