নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র বিকশিত হবে না

১৯ এপ্রিল ২০২২

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো রাজনৈতিক দলকে জোরাজুরি করা নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে এও বলেছেন, ( নিবন্ধিত সব দল) নির্বাচনে অংশ না নিলে গণতন্ত্র বিকশিত হবে না। তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- প্রতিটি ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা। সোমবার (১৮ এপ্রিল) ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে বিষয়টি জানান। আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপের আয়োজন করা হয়েছে বলে জানান সিইসি।

সিইসি জানান, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা ইসির আগামীর লক্ষ্য। ইসির দায়িত্ব— নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলকে আহবান করা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও হস্তক্ষেপ মুক্ত রাখতে যা যা করতে হয় তা তা করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক বিধান ইসির অনুকূলে থাকলেও তা প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে। আইনে পর্যাপ্ত বিধান আছে। নির্বাচন সম্পর্কিত তেমন অনিয়মের তথ্য এলে ইসির দায়িত্ব হবে সেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। সবাইকে  একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চেষ্টা করতে হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে সিইসি জানান, সংলাপে এ নিয়ে কথা এসেছে, তারাও এ নিয়ে কয়েকটি মিটিং করেছেন।  ইভিএমের সুবিধা, ভালো দিকও আছে- পেশিশক্তির ব্যবহার হ্রাস করতে পারে। সিল দিয়ে ব্যালট বাক্স পূরণ করা যায় না। তাই ইভিএম নিয়ে স্টাডি করছে ইসি-যোগ করেন সিইসি।

সাংবাদিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরা, ভোট কেন্দ্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিচরণ- এ সব বিষয়ের প্রয়োজন আছে বলে মনে করে ইসি। সাধারণভাবে ওপেন হতে হবে, তথ্য দিতে হবে। ইসির সৎভাবে দায়িত্ব পালনের স্পৃহা ও চেষ্টা আছে, থাকবে। ব্যাপক অনিয়মের তথ্য আসলে সাহস নয়, দায়িত্ব হয়ে যাবে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার-যোগ করেন কাজী হাবিবুল আউয়াল।

এমকে


মন্তব্য
জেলার খবর