মন্তব্য
আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। প্রথম দিনের অধিবেশন শুরু হবে বিকাল ৫টায়, অধিবেশনে সভাপতিত্ব করবেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অধিবেশন চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহবান করেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন ডাকা হয়েছে। তবে অধিবেশন কতদিন চলবে বা তার কার্য পরিধি জানা যায়নি।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। চলতি বছরের প্রথম বা শীতকালীন অধিবেশন ২৭ জানুয়ারি শেষ হয়।
এমকে