ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া খারকিভের উত্তরপূর্বাঞ্চলে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, লভিভ শহরে তিনটি সামরিক স্থাপনা ও গাড়ির টায়ার মেরামতের দোকানের ওপর চারটি রকেট এসে পড়ে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এ সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে এবং শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। কাস্পিয়ান সাগরের দিক থেকে আসা যুদ্ধবিমান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রুশদের চলমান অভিযানে এতদিন লভিভের ওপর তেমন কোনো আক্রমণ হয়নি। তবে লভিভে এ আক্রমণ এমন এক সময়ে হলো- যখন গত রাতেই বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরের ওপর রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে।
অন্যদিকে, খারকিভ শহরে আবাসিক ভবনের ওপর রুশ বাহিনী গোলাবর্ষণ করলে অন্তত দুজন বেসামরিক লোক নিহত হন। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরআই