লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে ভারতের ২৯তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ১ মে থেকে তিনি দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মনোজ পাণ্ডে সেনাপ্রধান হওয়ায় প্রথমবার কোনো প্রকৌশলী ভারতের সেনাপ্রধান হতে চলেছেন। ৩০ এপ্রিল বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নাভারনের মেয়াদ শেষ হবে।
১৯৮২ সালে মনোজ পাণ্ডে ভারতের ন্যাশনাল ডিফেন্স এ্যাকাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। ২০০১ সালে জম্মু কাশ্মীরের পশ্চিম সীমান্তে অপারেশন পরাক্রমে একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার ছিলেন।
৩৯ বছরের সামরিক কর্মজীবনে মনোজ পাণ্ডে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমাঞ্চলীয় ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, লাইন অব কন্ট্রোলে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং লাদাখ সেক্টরের একটি মাউন্টেইন ডিভিশন। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে লেফটেন্যান্ড মনোজ পাণ্ডে আন্দামান ও নিকোবরের কমান্ডার অব চিফ ছিলেন।
আরআই