সন্তান নিয়ে নাসির-তামিমার লুকোচুরি

১৯ এপ্রিল ২০২২

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তামিমা। সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে নাসির তামিমা দুজনেই। তাদের সন্তান ইতোমধ্যে জন্মগ্রহণ করেছে। তবে ঘটা করে তা প্রকাশ করেননি নামির-তামিমা। বরং গোপন রাখেন।

 

নাসির বলেছেন, 'গত ৮ এপ্রিল আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। একটু ঝামেলা ছিল, তাই কিছুদিন গোপন রেখেছিলাম। বাচ্চা ও বাচ্চার মা উভয়েই সুস্থ আছে। '

 

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মি আর নাসির হোসেনের বিয়ে হয়েছিল। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা। 


 

আরআই


মন্তব্য
জেলার খবর