ঢাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে আহত ২০

১৯ এপ্রিল ২০২২

রাজধানী ঢাকায় নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে সবশেষ পাওয়া খবরে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, হকার, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  আহতেদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত রয়েছে, তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে সাংবাদিকদের জানিয়েছেন চিকিৎসক।

আহতদের মধ্যে  সাংবাদিক শাহেদ শফিক, আসিফ সুমিত, ইমরান লিপু,  তুহিন ও কবির হোসেন, ড্যানি দ্রোং, সুমন দে, প্রবীর, আল আমিন রাজু,  সাজ্জাদ, সেলিম, রাজু, কাওসার, রাহাত, আলিফ, ইয়াসিন, রুবেল ও রাজুর নাম পাওয়া গেছে।

জানা যায়, কাপড় কেনা নিয়ে সোমবার (১৮ এপ্রিল) রাততে প্রথমে কথাকাটি ও পরে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর করেন নিউমার্কেটে এলাকার ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা বেরিয়ে এলে শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে গোটা রাজধানীর বাকি সড়কেও। সৃষ্টি হয় যানজটের।

এমকে


মন্তব্য
জেলার খবর