যানজট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ এপ্রিল ২০২২

যানজট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, আগামী দু ‘একদিনের মধ্যে ঢাকার যানজট কিছুটা কমে আসবে। সোমবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের বিফ্র করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদে যানজট ঠেকাতে হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ ও সড়ক বিভাগ কাজ করবে। রাস্তার খানাখন্দ ঈদের আগেই ঠিক করা হবে। ঈদে  আইনশৃঙ্খলা ঠিক রাখা প্রসঙ্গে মন্ত্রী কামাল জানান, সারাদেশে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কূটনৈতিক পাড়ায় পুলিশি টহল জোরদার করা হবে। তিনি জানান, সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এমকে


মন্তব্য
জেলার খবর