দফায় দফায় চলেছে সংঘর্ষ, হতাহত ২১

২০ এপ্রিল ২০২২

এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে ঘটনার সুত্রপাত, রাতেই এক দফায় সংঘর্ষ হয়। এরপর মঙ্গলবার দিনভর দফায় দফায় ও ইফতারের পরেও চলছে সংঘর্ষ। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলা এ সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের এক কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছে সাংবাদিকসহ অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বেঁকে বসেছেন শিক্ষার্থীরা। তারা প্রয়োজনে লাশ হবেন, কিন্তু হল ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এদিকে এ ঘটনায় রাজপথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  ইডেন কলেজের নারী শিক্ষার্থীরাও। নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। ওদিকে সংঘর্ষের প্রভাবে গোটা রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংর্ঘষ থামাতে না পারলে গোটা রাজধানীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা করছেন বোদ্ধাদের অনেকেই। যুক্তি হিসেবে মনে করেছেন বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে রাজপথে নামতে পারে। তখন পরিস্থিতি সামাল দেওয়া দুরূহ হতে পারে।    

জানা গেছে, সোমবার মধ্যরাতের সংঘর্ষটা প্রায় আড়াই ঘণ্টা চলে। এরপর রাত আড়াইটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারো চলে এ সংঘর্ষ। সংঘর্ষকালে দফায় দফায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড মেরে ব্যবসায়ী, কর্মচারী ও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ওদিকে সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম নাহিদ। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি বাটা সিগন্যাল এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বাসা কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ি এলাকায়।

জানা গেছে, শিক্ষার্থীদের বারবার শান্ত করার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছেন শিক্ষক ও ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা। সংঘর্ষে জড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা, যাদের কোনো নেতৃত্ব নেই। তাই সংঘর্ষ থামাতে আলোচনায় বাসা যাচ্ছে না। এদিকে ব্যবসায়ীরা মনে করছেন, ঈদকে সামনে রেখে অবৈধ সুবিধা নিতে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের দিয়ে এ হামলা চালিয়েছে একটা গ্রুপ।

এমকে


মন্তব্য
জেলার খবর