সংসদে এমপিদের অনাস্থা ভোটে হেরে গিয়ে পতন হয়েছে ইমরান খান সরকারের। দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শাহবাজ শরিফ। তারই মন্ত্রী সভায় জায়গা করে নিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজনীতিক হিনা রব্বানি খার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিনা রব্বানি খার শপথ গ্রহণ করেন।
হিনা ২০১১ সালের ১৯ জুলাই থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ২১তম ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন । সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলী জারদারি।
যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি খার পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে। তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।
আরআই