রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ

২০ এপ্রিল ২০২২

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রাসায়নিক হামলার অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ইজিয়াম নগরীতে ইউক্রেনীয় সেনাদের ওপর রাসায়নিক এ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় একজন সিনিয়র কর্মকর্তার। খবর আল জাজিরার। 


 

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক সাক্ষাত্কারে বলেছেন, এর আগে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তার কাছ থেকে জানা গেছে, ইজিয়ামে রুশ বাহিনীর আক্রমণের পর ১২ জন ইউক্রেনীয় সেনার শ্বাসকষ্ট এবং চোখ লাল হয়ে গেছে। তবে বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ সেখানে কোনো ল্যাব নেই যে, তারা দ্রুত দৌড়ে গিয়ে পরীক্ষা করাতে পারে। সেখানে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে কিছু রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়গুলো অবশ্যই স্পষ্ট হওয়া দরকার।” 

 

আরেস্টোভিচ ইউটিউবে সাবেক রুশ আইনজীবী ও রাজনীতিবিদ মার্ক ফেইগিনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন। 

 

আরআই


মন্তব্য
জেলার খবর