বিএনপি এখন অন্য দলকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কারণ হিসেবে জানিয়েছে, দলটি এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন তাদের এ ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলেও মনে করেন তিনি। বুধবার (২০ এপ্রিল) রাজধানী ঢাকায় সচিবালয়ে তার দফতরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বাংলাদেশ কোনো সংকটে নেই উল্লেখ করে ওবায়দুল বলেন, বিএনপিই এখন গভীর সংকটে আছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন দিশেহারা পথিক তারা। নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা। দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখে তাদের নেতারা। কারণ তাদের চেয়ারপারসন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত আসামি। বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জনগণ অবিরাম মিথ্যাচার শুনতে শুনতে এখন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপিকে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা না করারও আহবান জানান তিনি।
এমকে