অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

২০ এপ্রিল ২০২২

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে শ্যালো মেশিনচালিত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধ ড্রেজারটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে কাদিরখোলা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারি কমিশনা (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু ভ্রামমাণ আদালত পরিচালনা করেন। জরিমানা করা ব্যক্তি হলেন- ড্রেজারের  কন্ট্রাক্টর আলহাজ্ব ফজলুর রহমান শেখ।

রামপাল উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়,  ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায়।

এমকে


মন্তব্য
জেলার খবর