না ফেরার দেশে মোশারফ

২০ এপ্রিল ২০২২

জাতীয় ক্রিকেট দলের স্পিনার মোশারফ হোসেন রুবেল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রতিপক্ষদে ব্যাটারদের পরাজিত করতে পারলেও ক্যান্সারের কাছে হারতে হলো তাকে। 

 

রুবেলের স্ত্রী ফারহানা রূপা চৈতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছিলেন। ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সর্বশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি।

 

মোশাররফ রুবেল জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। এছাড়া ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট নিয়েছেন ১২০টি।


 

আরআই

 


মন্তব্য
জেলার খবর