নড়াইলে বিএনপিতে উত্তেজনা

২০ এপ্রিল ২০২২

নড়াইল প্রতিনিধি:

একই দিনে একই স্থানে ও সময়ে ইফতার এবং সম্মেলন  করাকে কেন্দ্র করে নড়াইল সদর থানা ও পৌর বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কর্মসূচির দিনে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের আশংকা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব কর্মসূচি পালনের বিষয়ে জেলা বিএনপি ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছে তারা।

এদিকে একই দিন ও সময়ে কর্মসূচি দেওয়ায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকায় পুলিশের পক্ষ থেকে বিএনপির কোনো শাখাকেই এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সুপার কার্যালয়ে সূত্রে জানা গেছে।

ফরহাদ খান/এমকে


মন্তব্য
জেলার খবর