বাজেট পেশ ৯ জুন

২২ এপ্রিল ২০২২

আগামী ৯ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাজেট তৈরি করা হবে। বুধবার (২০ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভার্চুয়ালি এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, বাজেট তৈরিতে আরো কিছুদিন সময় লাগবে। জনগণ যাতে আরো জানতে পারে, সেরকম তথ্যাদি বিবেচনায় রেখেই বাজেট সাজানো হয়েছে। জনগণের যাতে ভোগান্তি এবং তাদের ওপর যেন বোঝা বেশি না বাড়ে, সে জন্য কাজ করা হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর