মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬ জন। বুধবার (২০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতরটি জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮টি। শনাক্তের হার ১৪।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ নমুনায়। নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ১৩৩টি, পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯৮টি। মারা যাওয়া একজন নারী। ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
এমকে