পণ্যের সংগ্রহ বাড়াচ্ছে টিসিবি

১১ মার্চ ২০২২

ক্রয়ের মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ডাল ও ছোলার সংগ্রহ বাড়াচ্ছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। রোজার মাসে ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে এসব পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর এসব পণ্য কিনতে এ সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রাক্কলিত মোট ব্যয় ধরা হয়েছে ৬৯১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৫৩৬ টাকা। তাছাড়া দ্রব্যমূল্য নিয়ে মানুষের দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পর্যায়ে টিসিবির কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।  

বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারের ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাব চারটির অনুমোদন দেয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, রমজানে টিসিবির জন্য এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল, ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা এবং ১৯ হাজার ৫০০ টন মসুর ডাল কেনা হবে। পণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পূর্ণমাত্রায় দেওয়া হচ্ছে। রজমান মাসে যেসব পণ্যের চাহিদা বেশি, সেগুলো থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।  

এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছ, আগামী ৩০ জুন পর্যন্ত  ভোজ্যতেলের ওপর উৎপাদন ও ভোক্তা পর্যায়ে আরোপিত ভ্যাট মওকুফ করা হয়েছে। ভ্যাট প্রত্যাহার করা হয়েছে চিনি ও ছোলার ক্ষেত্রেও। ভোজ্যতেলের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আছে এখন।

অর্থমন্ত্রী জানান, টিসিবিকে আরও কার্যকর করে গড়ে তোলা হচ্ছে। এক কোটি পরিবারকে টিসিবির আওতায় আনা হচ্ছে। ভোজ্যতেল দিয়ে শুরু করছি,পরবর্তীতে অন্যান্য পণ্যও দেওয়া হবে। তিনি জানান- জিনিসপত্রের অভাবে বিপদ ঘটে না, বিপদ ঘটে বিতরণ ব্যবস্থায় ব্যত্যয়ে। সময়মতো বিতরণ করতে না পারলে দেশ-বিদেশে যেখানকার গুদামেই পণ্য থাকুক না কেন- কোনো লাভ হয় না।

এমকে

 


মন্তব্য
জেলার খবর