বিশ্ববাজারে দাম বেড়েছে জিনিসপত্রের: অর্থমন্ত্রী

২০ এপ্রিল ২০২২

বিশ্ববাজারে  সব জিনিসপত্রের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, বিশ্ববাজার থেকে এগুলো উচ্চ দামে কিনতে হয়। পাবলিক ও প্রাইভেট- উভয় সেক্টর থেকে আমদানি করা হয় যাতে মানুষের কষ্ট না হয়। বুধবার (২০ এপ্রিল) ভার্চুয়ালি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

বিশ্বব্যাংকের মার্চ মাসের প্রতিবেদনের বরাত দিয়ে পণ্যের দাম বৃদ্ধির তথ্য জানান অর্থমন্ত্রী। বলেন, গত একবছরে বিশ্বে গমের দাম ৩৮ শতাংশ, গরুর মাংসে ৩৫ শতাংশ, মুরগির মাংসে ৫৫ শতাংশ, সয়াবিন তেলে ৩৭ শতাংশ, চিনির ১১ শতাংশ, চা এর ১৩ শতাংশ, টিএসপি সারের ৬৫ শতাংশ এবং ইউরিয়া সারের ২৩৪ শতাংশ  দাম বেড়েছে । তিনি জানান, আমদানি নিয়ন্ত্রণে সবসময় পদক্ষেপ নেওয়া হয়। তবে আমদানির ক্রাইটেরিয়ার কিছু কিছু ক্ষেত্রে, কনজ্যুমার প্রোডাক্ট জনসাধারণের জন্য লাগবে— সেখানে নিয়ন্ত্রণ করা হয় না। লাক্সারি আইটেম হলে নিয়ন্ত্রণের চেষ্টা অবশ্যই করা হবে। আন্তর্জাতিক বাজারে স্বাভাবিক অবস্থা তৈরি হলে এলাউ করা হবে-যোগ করেন অর্থমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর