ভাই-ভাতিজার সঙ্গে বাকবিতণ্ডা, দা’র কোপে দিদারুলের মৃত্যু

২০ এপ্রিল ২০২২

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় দা’র কোপে মল্লিক দিদারুল আলম (৪৮) নামের একজনের মৃত্যু হয়েছে ৷ এ ঘটনায় পালানোর সময় তার ভাতিজা নাসির উদ্দীনকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল ) রাত আনুমানিক ৯ টার দিকে কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে।

মল্লিক দিদারুল আলম (৪৮) কুমলাই গাববুনিয়া গ্রামের মল্লিক ইউনুছ আলীর ছেলে। রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু বক্কর ও তার বাবা আ. সাত্তারের সাথে মল্লিক দিদারুল আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা-ছেলে মিলে দা হাতে তার উপর চড়াও হয়, তাকে কুপিয়ে গুরুতর জখম করে ৷ খবর পেয়ে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর