মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে সাক্ষাত করেছেন পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। এতে দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন।
ইমরান খানের কাছে প্রশ্ন রেখে তিনি বলেছেন, ইলহান ওমরের সঙ্গে বৈঠকে বসে তিনি (ইমরান খান) কী ষড়যন্ত্র করছেন? তিনি তার সাথে কী সমালোচনা করেছেন, তা জাতর সামনে প্রকাশ করা হোক। অন্যথায় সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে।
ইমরান খানের আরও সমালোচনা করে পাকিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি পাকিস্তানের জনগণকে উসকে দিয়েছেন, অথচ আমেরিকানদের সঙ্গে তিনি হেসে হেসে কথা বলেছেন।
সংসদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খান অভিযোগ করছেন, দেশের বিরোধী নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজসে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। এ কারণেই মূলত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এমন সমালোচনা করলেন।
ইলহান ওমর চার দিনের সফরে পাকিস্তান এসেছেন। এসময় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সূত্র: ডন