প্রকল্প বাস্তবায়নের ধীরগতি নিয়ে ক্ষোভ

২১ এপ্রিল ২০২২

স্থানীয় সরকার বিভাগের বেশিরভাগ প্রকল্পের বাস্তবায়ন চলছে ধীরগতিতে। এনিয়ে জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি ধীরগতির কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। আর গুরুত্ব বিবেচনায় প্রকল্পগুলোকে দুই ভাগে ভাগ করে অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো প্রথম পর্যায়ে ও কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। বুধবার (২০ এপ্রিল) রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনায় ক্ষোভ প্রকাশসহ এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে কমিটি বলেছে, বেশিরভাগ প্রকল্পই সংশোধন করা হচ্ছে বারবার। অথচ শুরুতে সবকিছু যথাযথভাবে পর্যালোচনা করলে এমনটা হওয়ার কথা না। তাই সময় ও ব্যয় বৃদ্ধির বিষয়ে প্রকল্প পরিচালকদের দায়িত্ব নিতে হবে, প্রয়োজনে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। জানানো হয়, স্থানীয় সরকারের প্রকল্পগুলোর বেশিরভাগই তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ত। জনগণের কাছে জনপ্রতিনিধিদের বিভিন্ন অঙ্গীকার থাকে। জাতীয় সংসদ নির্বাচন দুই বছরের মতো বাকি আছে সময়। তাই ছোট কিন্তু, গুরুত্বপূর্ণ বাস্তবায়নের শেষ পর্যায়ে থাকা প্রকল্পগুলো সংসদ নির্বাচনের আগেই শেষ করার তাগিদ দিয়েছে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুস শহীদ, কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার অংশ নেন।

এমকে


মন্তব্য
জেলার খবর