সম্পূর্ণ নিরক্ষর নারীদের বিদেশ পাঠানো বন্ধ হওয়া উচিত

২১ এপ্রিল ২০২২

সম্পূর্ণ নিরক্ষর নারীদের গৃহকর্মী হিসেবে বিদেশ পাঠানো বন্ধ হওয়া উচিত বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বলেন, শিক্ষিত নারীদের পাঠানো উচিত। অল্প শিক্ষিত হলেও সচেতনতা কিংবা বুঝতে পারার ক্ষমতা শতগুণ বেড়ে যায়। তখন কেউ সুযোগ নিতে পারে না। শিক্ষিত বলতে অন্তত অষ্টম-দশম শ্রেণি পাসের কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানী ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী  ইমরান জানান, নিরক্ষর নারীদের যখন প্লেনে বসিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়, তখন তাদের চেয়ে অসহায় মানুষ আর কেউ হতে পারে না।  সচেতনতার উপর গুরুত্বারোপ করে বলেন, এখানে সবাইকে শক্ত ভূমিকা পালন করতে হবে। বিদেশ গমনেচ্ছু নারীদের জানাতে হবে- কোথায় গেলে কী পাওয়া যাবে। সচেতনতার জায়গায় কাজ করতে হবে। কিন্তু সম্পূর্ণ নিরক্ষর মানুষকে সচেতন করা সম্ভব না- যোগ করেন প্রবাস কল্যাণমন্ত্রী।

অনুষ্ঠানে ছিলেন- প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জোটের চেয়ার ইশরাত আমীন, কো চেয়ার ফওজিয়া খন্দকার, ড. রুবিনা ইয়াসমিন, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর