কিয়েভ থেকে অর্ধেক লোক পালিয়েছে

১১ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২০ লাখ লোক পালিয়ে গেছে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো। পালিয়ে যাওয়া লোকসংখ্যা শহরটির জনসংখ্যার প্রায় অর্ধেক। তিনি বলেন, শহরের প্রতিটি রাস্তা ও ভবন এখন এক দূর্গে পরিণত হয়েছে।

 

রুশ বাহিনী এখন শহরটির আরো কাছাকাছি চলে এসেছে, এবং একটি হাইওয়ের নিয়ন্ত্রণ দখলের জন্য ইউক্রেনীয় ও রুশ সৈন্যদের মধ্যে লড়াই হচ্ছে।

 

জাতিসংঘ বলছে, ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালানো লোকের সংখ্যা এখন ২৩ লাখ ছাড়িয়ে গেছে।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর