পাকিস্তানের লাহোরে বিশাল সমাবেশ করেছে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সমাবেশে নারী-পুরুষ-শিশু-বয়োজ্যেষ্ঠ নির্বিশেষে অসংখ্য মানুষ অংশগ্রহণ করে। এ সমাবেশের মাধ্যমে ইমরান খান তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ দিলেন। খবর ডনের।
বিদেশীদের প্রভুত্ব পরিহার করে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র পেতে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিতে গোটা জাতির প্রতি আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করে যারাই ভুল করুক, তার একমাত্র সংশোধন হলো নতুন করে নির্বাচন দেওয়া।
নতুন সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, ‘আমরা কখনো এ আমদানি করা সরকারকে মেনে নেব না। বিরোধী দলের কর্মী-সমর্থকসহ যারা ‘বিদেশি প্রভুদের দাসত্ব থেকে মুক্তি’ চান, তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজন হলে ইসলামাবাদে চলে আসতে হতে পারে। সব সময় প্রস্তুত থাকুন।
সেনাবাহিনী ও পুলিশের প্রতি সম্মান জানিয়ে ইমরান খান বলেন, আমি কোনো সংঘাত চাই না। কিন্তু ‘স্বাধীনতা আন্দোলন’ আরও জোরদার করতে হবে। ‘প্রকৃত স্বাধীনতা’ ও গণতন্ত্র অর্জনে নতুন নির্বাচনের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনে সক্রীয় থাকবে। এসময় সমাবেশে উপস্থিত জনতাকে শপথ পাঠ করান তিনি।
জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন ও একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি।
আরআই